ময়মনসিংহ শহরবাসীদের জন্য অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র এটি। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে উঠেছে এ উদ্যান। নানান রকম বৃক্ষ শোভিত প্রাকৃতিক পরিবেশে এটি মনোরঞ্জন করে যাচ্ছে শহরবাসীর। যেকোন উৎসবে, প্রতিদিন প্রাত ভ্রমণে, নাগরিক ব্যস্ততার পর বিকেল থেকে সন্ধ্যা অবদি মানুষের আনাগোনায় মুখর থাকে উদ্যান/পার্ক প্রাঙ্গণ।
প্রবেশ ফি : পার্কে প্রবেশ করার সময় কোন প্রকার প্রবেশ ফি নেই (প্রবেশ পথ ২টি)। তবে বিভিন্ন রাইডস চড়তে, চিড়িয়াখানায় দর্শণে নির্ধারিত ফি দিতে হয়।
পার্কের সুবিধাসমূহ :
১। পর্যাপ্ত বসার ব্যবস্থা
২। খাবারের জন্য ফাস্ট ফুডের কর্ণার
৩। মসজিদ
৪। বৈশাখি মঞ্চ (দুটি)
৫। চিড়িয়াখানা
৬। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস, দোলনা
৭। পাঠাগার
৮। হাটার জন্য পৃথক লেন
৯। ফ্রি ওয়াইফাই
১০। ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমনের ব্যবস্থা
ব্রীজ থেকে অটোরিক্সা নিয়ে জিরো পয়েন্ট নেমে একটু সামনেই জয়নুল পার্ক